dse-cse lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সুচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বাজেট পরবর্তী বাজার নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। তারা বর্তমান বাজার পরিস্থিতিতে আস্থা রাখতে পারছে না। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার প্রতি দিন দিন ক্ষোভ বিরাজ করছে বিনিয়োগকারীদের।

আসাদুজ্জামান নামে এক বিনিয়োগকারী বলেন, পুঁজিবাজার নিয়ে নিয়ন্ত্রক সংস্থার কোন ভুমিকা বিনিয়োগকারীদের চোখে পড়ছে না। তারা রক্ষক হয়ে ভক্ষকের ভুমিকা পালন করছেন। বিনিয়োগকারীদের দিন দিন পুঁজি শেষ হলে এক্ষেত্রে বিএসইসি কোন কার্যকরী ভুমিকা নিচ্ছেন না।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। একই সাথে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৪০৫.৪০ পয়েন্টে। যা রবিবার (১২ জুন) ৯.৫৮ পয়েন্ট ও বৃহস্পতিবার (৯ জুন) ১.৪৪ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসইতে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যার পরিমাণ রবিবার ছিল ৩৩১ কোটি ৯৮ লাখ টাকার। আজ লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির।

ডিএসইতে সোমবারের লেনদেনের মাধ্যমে টানা পঞ্চম দিন ধরে শীর্ষে রয়েছে একমি ল্যাবরেটরিজ। এদিন কোম্পানির ৩৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। লেনদেনে এরপর রয়েছে— স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশনস, শাহজিবাজার পাওয়ার, অলিম্পিক এক্সেসরিজ, লিন্ডে বিডি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

সিএসইতে সিএসসিএক্স মূল্যসূচক ১৬.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮২৪৬.৮৬ পয়েন্টে। আগের দিন এ সূচক কমেছিল ১১.২৮ পয়েন্ট। লেনদেন হওয়া ২৩৮টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ১৯ লাখ টাকার। যার পরিমান আগের দিন ছিল ২২ কোটি ২০ লাখ টাকা।