dse-cseশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সুচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বাজারে নতুন করে কারেকশন নাকি কারসাজি বাজারের লক্ষন  এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা কৌতুহলের  শেষ নেই। আবার অনেকেই বলেছেন আজকের সুচকের দরপতন ইতিবাচক লক্ষন। কারন টানা কয়েক কার্যদিবস ধরে সুচকের কিছুটা উর্ধ্বমুখী ছিল। আর প্রফিট টেকিং কারনে কিছুটা দরপতন হয়েছে বলে তারা মনে করেন।

আজ ডিএসইএক্স কমেছে ২৮ দশমিক ০৩ পয়েন্ট এবং  সিএসসিএক্স কমেছে ৫৯ দশমিক ৬৮ পয়েন্ট। এছাড়া উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৮০ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ১৩ লাখ টাকা।

সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ২০ কোটি ৩৩ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।  ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৮২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯২ কোটি ১৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৫ কোটি ৩৩ লাখ টাকা।

dse suchokআজ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং ১১ দশমিক ৭৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৯৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা, ডোরিন পাওয়ার, খান ব্রাদার্স ওভেন, ফ্যামিলি টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস এবং বিএসআরএম লিমিটেড।

অন্যদিকে আজ সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২০ কোটি ৯৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৫ কোটি টাকার বেশি।

cse indexআজ সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৫৯ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৮ হাজার ১৭৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৪৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট কমে ৯৮৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩২ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, খান ব্রাদার্স ওভেন, লাফার্জ সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, মবিল যমুনা, ফ্যামিলি টেক্সটাইল, কেডিএস অ্যাক্সেসরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং বিএসআরএম লিমিটেড।