dse-cseশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সুচকের মিশ্র প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন চলাকালীন সময় কয়েকবার সুচকের কিছুটা উর্ধ্বমুখী হতে না হতে ফের সুচকর নিন্মমুখীতা বিরাজ করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য কমলেও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৬ লাখ টাকা। গত রবিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি ১৭ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১১৭ কোটি ৮৯ লাখ টাকা। যার মধ্যে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৯ কোটি ৪৭ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ৪২ লাখ টাকা।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ২ পয়েন্ট, আর সিএসসিএক্স কমেছে প্রায় ৮ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৭৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩১৬ কোটি ৩২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৯ কোটি ৪৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে এবং ০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৪২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, মবিল যমুনা, এসিআই, ডোরিন পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, আমান ফিড, লংকা-বাংলা ফিন্যান্স, সিভিও পেট্রোকেমিক্যাল, বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেড।

অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৭ কোটি ২৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৮ কোটি ৪২ লাখ টাকার বেশি।

এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৭ পয়েন্ট কমে ৮ হাজার ২১৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯ দশমিক ৮২ পয়েন্ট কমে ১৩ হাজার ৫২৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ০৪ পয়েন্ট কমে ৯৮৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯২ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১২ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, ডোরিন পাওয়ার, মবিল যমুনা, বাংলাদেশ সাবমেরিন কেবল, লংকা-বাংলা ফিন্যান্স, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম স্টিল, কাশেম ড্রাইসেল, এসিআই এবং ইউনাইটেড এয়ার।