share sapotaশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে মোট লেনদেন কমেছে ১২০ কোটি টাকা। আর তার আগের সপ্তাহে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছিল ৬৭০ কোটি টাকা।

গত সপ্তাহের ডিএসইতে কমেছে ১০৪ কোটি টাকা, আগের সপ্তাহের কমেছিল ৬২৯ কোটি টাকা এবং গত সপ্তাহে সিএসইতে লেনদেন কমেছে ১৫ কোটি টাকার কিছুটা বেশি, আগের সপ্তাহে কমেছিল ৪১ কোটি টাকা। এছাড়া গত সপ্তাহে কমেছে উভয় পুঁজিবাজারের সবকয়টি সূচক। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫১০ কোটি ৩৯ লাখ ২ হাজার ৯২৪ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬১৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৮ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ১০৪ কোটি ৬৪ লাখ টাকার কিছুটা বেশি।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ২৪ পয়েন্ট বা ০ দশমিক ৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে, ২৭ দশমিক ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ কমে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৬৯৩ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বা ০ দশমিক ৪৭ শতাংশ কমে ১ হাজার ৮০ পয়েন্টে অবস্থান করছে।

মোট ৪ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৬৬টির, শেয়ার দরের কোনও পরিবর্তন হয়নি ২৪টির এবং শেয়ার লেনদেন হয়নি ৬টি  কোম্পানির শেয়ার।

এছাড়া টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আমান ফিড, লংকা-বাংলা ফিন্যান্স, ওরিয়ন ফার্মা, এফসি অ্যাগো, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, ওরিয়ন ইনফিউশন, সিএমসি কামাল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ সবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ার।

অন্যদিকে গত সপ্তাহে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১০৮ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ৪৬৩ টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৪ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ৩৬০ টাকার শেয়ার। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১৫ কোটি ৯৭ লাখ টাকার বেশি।

গত সপ্তাহের মোট ৪ কার্যদিবসে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬০ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৮ হাজার ৩২৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ৫০ পয়েন্ট কমে ১২ হাজার ৩৩২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৭ দশমিক ২০ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০০ পয়েন্টে  এবং সিএসই-৫০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করে ৯৯৫ পয়েন্টে। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১২৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে গত সপ্তাহে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সামিট পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল, আমান ফিড, অলিম্পিক এক্সসেসরিজ, বাটা সু এবং আইটি কনসালটেন্ট।