পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির লভ্যাংশ নির্ধারণী সভা রোববার । ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। সভায় লভ্যাংশ, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড ডেট-সংক্রান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানা গেছে।

আমরা টেকনোলজিস:

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ নির্ধারণ করতে রোববার বেলা ৩টায় সভায় বসবেন কোম্পানিটির পরিচালকরা। ২০১৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তখন এর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫২ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২০ টাকা ৯৭ পয়সা। সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, হিসাব বছরের প্রথম তিন (জুলাই ’১৪-মার্চ ’১৫) প্রান্তিকে ৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা কর-পরবর্তী মুনাফা করেছে আমরা টেকনোলজিস। এ সময় কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৫৩ পয়সা।

ইফাদ অটোজ লিমিটেড:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোজ পর্ষদ সভা রোববার বিকাল ৪টায়। ২০১৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটি এর আগে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ১৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা কর-পরবর্তী মুনাফা করেছে ইফাদ অটোজ। এ সময় কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা।

প্যারামাউন্ট টেক্সটাইল:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পর্যদ সভাও রোববার বিকাল ৪টায়। ২০১৪ সালে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। তখন এর ইপিএস ছিল ২ টাকা ২৩ পয়সা। হিসাব বছরের প্রথম তিন (জুলাই ’১৪-মার্চ ’১৫) প্রান্তিকে ১৪ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে প্যারামাউন্ট টেক্সটাইল। এ সময় এর ইপিএস হয়েছে ১ টাকা ৩৬ পয়সা।

জাহিনটেক্স:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স পর্ষদ সভা রোববার বিকাল ৪টায়। ২০১৪ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। তখন এর ইপিএস ছিল ৮২ পয়সা। ২০১৫ হিসাব বছরের প্রথম তিন (জুলাই ’১৪-মার্চ ’১৫) প্রান্তিকে ৬ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা কর-পরবর্তী মুনাফা করেছে জাহিনটেক্স। ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৩ পয়সা।

জুট স্পিনার্স:

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স সভা রোববার বেলা ৩টায়। ধারাবাহিক লোকসানে থাকায় ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে জুট স্পিনার্সের নিট লোকসান দাঁড়িয়েছে ৪ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি লোকসান ২৩ টাকা ৭৬ পয়সা।

নর্দার্ন জুট:

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ন জুট সভা রোববার বেলা সাড়ে ৩টায়। ২০১৪ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় পাট খাতের কোম্পানিটি। তখন এর ইপিএস ছিল ১ টাকা ৬৯ পয়সা। প্রথম তিন (জুলাই ’১৪-মার্চ ’১৫) প্রান্তিকে ২৩ লাখ ৪০ হাজার টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে নর্দার্ন জুট। এ সময় এর ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা। যদিও আগের বছরের একই সময়ে লোকসানে ছিল কোম্পানিটি।

স্টাফ রিপোর্টার, শেয়ারবার্তা ২৪ ডটকম