শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: নরমাল চকলেট কিনতে এখন দুই টাকা নোট হাতে রাখতে হয়। অথচ দেশের পুঁজিবাজারে আর্থিক খাতের চার কোম্পানির শেয়ারের দাম ১ টাকার নিচে লেনদেন হচ্ছে। যা পুঁজিবাজারের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো। এক পিস চকলেটের দামে আর্থিক খাতের মালিকানা পাওয়া যাচ্ছে যদিও সেই মালিকানা নিয়ে কেউই আগ্রহী নন।

বর্তমানে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৬টি আর্থিক খাতের মধ্যে ৫টি কোম্পানির শেয়ারের দাম ফেস ভ্যালুর উপরে থাকলেও ২১ টি কোম্পানির শেয়ারের দাম ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ারের দাম ৩ থেকে ৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তেমনি ১ টাকার নিচে লেনদেন হচ্ছে ৪ কোম্পানির শেয়ার। তবে এই পরিস্থিতিতে দুর্বল শেয়ারগুলোর লেনদেন দক্ষতা বাড়াতে ডিএসই সম্প্রতি টিক সাইজ সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে।

যেসব কোম্পানির শেয়ার দর ১ টাকার নিচে নেমেছে, সেগুলোর মধ্যে রয়েছে: পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার দিনভর ৮৫ পয়সা থেকে ৯০ পয়সার মধ্যে লেনদেন হলেও দিনশেষে ৮৬ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছর আগেও এ শেয়ারের দাম ছিলো ৩ টাকার বেশি।

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স শেয়ার দিনভর ৮৬ পয়সা থেকে ৯৯ পয়সার মধ্যে লেনদেন হলেও দিনশেষে ৯৯ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছর আগেও এ শেয়ারের দাম ছিলো ৪ টাকার বেশি।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শেয়ার দিনভর ১ টাকা থেকে ১ টাকা ১০ পয়সার মধ্যে লেনদেন হলেও দিনশেষে ১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছর আগেও এ শেয়ারের দাম ছিলো ৫ টাকা।

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ার দিনভর ৯১ পয়সা থেকে ৯৮ পয়সার মধ্যে লেনদেন হলেও দিনশেষে ৯৩ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছর আগেও এ শেয়ারের দাম ছিলো ৫ টাকা।