শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: নতুন অর্থবছরের (২০২৫-২৬) দ্বিতীয় কার্যদিবস ও সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের গতিও বাড়তে দেখা যাচ্ছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৩৫ কার্যদিবস পর ৫০০ কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিলেছে।

এদিন ব্যাংক খাতের শেয়ারে ভর করে সূচকের উত্থান হয়েছে। যার ফলে হঠাৎ করে ব্যাংক খাতের শেয়ারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। এছাড়া সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজার দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্থিতিশীলতার পথে হাঁটতে শুরু করছে। ফলে বাজারের প্রতি আগ্রহ বাড়ছে সাধারণ বিনিয়োগকারীদের। এছাড়া বাজার ঘুরে ফিরে সব সেক্টরে মুভমেন্ট করার চেষ্টা করছে। এটা বাজারের জন্য ভাল দিক। তেমনি বাজারের প্রতি আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের। গত জুন মাসের শুরু থেকে উত্থানে ছিলো পুঁজিবাজার।

ঐ সময়ের মধ্যে ১৬ কার্যদিবস লেনদেনে ১১ কার্যদিবস বেড়েছে সূচক। আর বাকি পাঁচ কার্যদিবস সূচক কমেছে। মুলত ১১ কার্যদিবসে সূচক বেড়েছে ৩৬৪ পয়েন্ট। এছাড়া ৫ কার্যদিবসে সূচক কমেছে ১৬৬ পয়েন্ট। তেমনি নতুন অর্থবছরের শুরুতে সূচকের টানা উত্থানে বিনিয়োগকারীরা নতুন করে বাজারমুখী হচ্ছেন। যার কারণে বাড়ছে লেনদেন ও সুচক। বাজারের এ গতি চলমান থাকলে বাজারবিমুখ বিনিয়োগকারীরা ফের বাজারমুখী হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪ টির, দর কমেছে ১৮১ টির এবং দর পরিবর্তীত রয়েছে ৬২ টির। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৬ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৮ পয়েন্টে। দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২০৫ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮ টির, কমেছে ৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির দর। আজ সিএসইতে ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।