আইসিবিকে বছরে ৯৬০ কোটি টাকা সুদ দিতে হয়, এটা এখন চলে না: আবু আহমেদ

শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল করতে হলে ভালো মানের কোম্পানি বাজারে নিয়ে আসতে হবে। তাছাড়া দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থে পুঁজিবাজারের উন্নয়ন করতে হবে।
আজ বুধবার (২৫ জুন) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ডিএসই ব্রোকার্স অ্যাসেসিয়েশন(ডিবিএ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, দ্যা ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আক্তার।
আইসিবির চেয়ারম্যান বলেন, ভালো কোম্পানি ছাড়া পুঁজিবাজার দীর্ঘমেয়াদে স্থিতিশীল হবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেবো। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে বাজারের উন্নয়নে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টা ওই বৈঠকে যেসমস্ত দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো বাস্তবায়ন হলে মার্কেট স্থিতিশীল হবে।
এছাড়া বন্ডের সুদ বাড়ানো হয়েছে, যেকারণে বিনিয়োগকারীরা সেদিকে যাচ্ছে। মার্কেট থেকে বিনিয়োগ উঠিয়ে নিচ্ছেন তারা। তাই পুঁজিবাজারের উন্নয়নে বন্ডের সুদ কমাতে হবে।
তিনি আরো বলেন, আইসিবিকে বছরে ৯৬০ কোটি টাকা সুদ দিতে হয়। এটা এখন চলে না। চালাতে হলে আর্থিক সহযোগিতা প্রয়োজন। এসময় যেসব বহুজাতিক কোম্পানি বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে না, সেগুলোর ওপর আয়কর বাড়িয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
শুধু টাকার জন্য না, পাবলিক ইন্টারেস্ট ও সরকারের চাহিদার কারণে বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আসতে হয়। বাংলাদেশে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অনেক মুনাফা করে, যা বাংলাদেশের শীর্ষ ৪ ব্যাংকের থেকে বেশি। কিন্তু এই ব্যাংকটি বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত না। অথচ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় তালিকাভুক্ত।