সূচক ওঠানামা নয়, বাজার রেগুলেট করাই বিএসইসির কাজ: রাশেদ মাকসুদ

শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, নেগেটিভ ইক্যুইটি পুঁজিবাজারের ক্যান্সার। এটা সমাধানের বিকল্প নেই। এই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করা প্রয়োজন। এ লক্ষ্যে সঠিক পরিকল্পনার মাধ্যমে নেগেটিভ ইক্যুইটির কার্যকর সমাধান বাস্তবায়ন করা হবে।
এছাড়াপুঁজিবাজারের সূচক ওঠানামা নিয়ন্ত্রণ করা নয়, বরং বাজারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নীতিমালা তৈরি ও তা বাস্তবায়নের দিকেই নজর দিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তিনি বলেন, বাজারের সূচক উঠানো-নামানো আমাদের দায়িত্ব না। বিএসইসির মূল কাজ হলো বাজার রেগুলেট করা, নীতিমালা তৈরি করা এবং তা কাজ করছে কি না, তা মনিটরিং করা।
আজ বুধবার (২৫ জুন) ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী, অর্থ) ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী ও এফআইসিসিআই সভাপতি জাভেদ আক্তার উপস্থিত ছিলেন।
রাশেদ মাকসুদ বলেন, বাজেটে পুঁজিবাজারের অনেক ফোকাস করা হয়েছে। সূচকের উঠানামা করানো আমাদের কাজ না। আমরা পলিসি তৈরী করি আর ফেসিলিটেড করি। এখন আমরা চাই এমন একটি সংস্কার করে যেতে, যার মাধ্যমে ফুট প্রিন্ট রেখে যেতে পারি। এরমধ্যে মিউচুয়াল ফান্ড, আইপিও এবং মার্জিন রুলস প্রণয়নের মাধ্যমে ৬০-৭০ শতাংশ সংস্কার হয়ে যাবে। তিনি আরো বলেন, পুঁজিবাজারে ১০ কোটি টাকার কোম্পানি ২৭৫ কোটি দেখিয়ে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে নিয়ে গেছে।