আতঙ্ক কেটে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, তিন কার্যদিবসে সূচক বেড়েছে ৯০ পয়েন্ট

শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টানা তিন কার্যদিবস সূচকের উত্থানে কিছুটা আস্থা ফিরছে বিনিয়োগকারীদের। এছাড়া ঈদের পর থেকে পুঁজিবাজারে অনেকটাই আশা সঞ্চালন হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। ফলে তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯০ পয়েন্টেরও বেশি, যা বিনিয়োগকারীদের আস্থার ফেরারই জোরালো ইঙ্গিত।
মূলত চলতি জুন মাসের শুরুতে ২০২৫-২৬ মেয়াদের প্রস্তাবিত বাজেটের পর থেকে মন্দায় ডুবে থাকা পুঁজিবাজার চাঙ্গা হতে শুরু করেছে। একইসঙ্গে বেড়েছে টাকার পমিাণে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটর দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি জুন মাসের শুরু থেকে উত্থানে ছিল পুঁজিবাজারে। এই সময়ের মধ্যে ১৩ কার্যদিবস লেনদেনে ৯ কার্যদিবস বেড়েছে সূচক। আর বাকি চার কার্যদিবস সূচক কমেছে। এর আগের মাসে ধারাবাহিক পতনের পর সূচক যখন বেড়েছে তখন সিংহভাগ কোম্পানির শেয়ার দর উত্থানে ফিরে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, জুনের শুরুতে ২০২৫-২৬ মেয়াদের বাজেট উপস্থাপন করা হয়েছে। অন্য সময়ের তুলনায় এবারের বাজেটে পুঁজিবাজারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে ইতিবাচক মনোভাব লক্ষ করা গেছে, যার ফলে জুনের শুরুতে নতুন বিনিয়োগের পাশাপাশি বিনিয়োগকারীদের নতুন শেয়ার ক্রয়ের বেশি মনোযোগী দেখা যাচ্ছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৯০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৫ টির, দর কমেছে ৪৬ টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৯ টির। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪০ কোটি ৫১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৭০ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৩৪ পয়েন্টে। দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২১ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। আজ সিএসইতে ৪৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।