শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ।সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ১০ দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার (১৫ জুন) থেকে খুলছে পুঁজিবাজার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঈদের আগে পুঁজিবাজার ১০ দিন বন্ধ থাকার ঘোষণা দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সে হিসেবে গত ৫ জুন থেকে শুরু হয়েছিল এ ছুটি। সরকার এবার ঈদের ছুটির সঙ্গে জুনের ১১ এবং ১২ তারিখ ছুটি ঘোষণা করায় এবং পরের দুদিন ১৩ এবং ১৪ জুন শুক্র-শনিবার থাকায় ৫ জুন থেকে টানা ১৪ জুন পর্যন্ত ১০ দিন দেশের পুঁজিবাজারের সব লেনদেন বন্ধ ছিল।