পুঁজিবাজারে টানা ৭ কার্যদিবস পর সূচকের কিছুটা উত্থান, লেনদেনে ভাটা

শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁবিাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ৭ কার্যদিবস পর সূচকের কিছুটা উত্থান হলেও ভয় কাটছে না। কারণ এর আগে টানা সূচকের পতনের পর মাঝে মধ্যে সূচকের কিছুটা উত্থান হলেও ফের দরতনের বৃত্তে চলে যায় পুঁজিবাজার। ফলে বর্তমান বাজার পরিস্থিতিতে টানা সূচকের উত্থানের বিকল্প নেই। তা না হলে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরবে না। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, টানা দরপতনে বিনিয়োগকারীদের মাঝে আস্থা সংকটে ভুগছে। কারণ বিনিয়োগকারীরা যে দামে শেয়ার কিনছে সেখানে লোকসান খাচ্ছে। ফলে বর্তমান পুঁজিবাজারে স্থিতিশীলতার অন্তরায় আস্থা সংকট। তাই বাজার স্থিতিশীল করতে হলে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে পাশাপাশি সূচকের টানা উত্থান রাখবে হবে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭ টির, দর কমেছে ১৫৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২ টির। ডিএসইতে ৩৫৬ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৯ কোটি ৯৯ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৪৪ পয়েন্টে। সিএসইতে ২০৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৭ টির দর বেড়েছে, কমেছে ৭৩ টির এবং ৩৪ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।