শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৩ কোম্পানির প্রথম প্রান্তিকের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে এর মধ্যে দুই কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ও সংক্রান্ত বোর্ড সভার ঘোষণা করলেও এক কোম্পানি ইপিএস ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে:

গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পাানি লিমিটেড: গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পাানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ আগস্ট দুপুর আড়াইটায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এছাড়া, একই সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে আলোচ্য হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড: সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। চলতি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।