শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: টানা দুই সপ্তাহ ধরে পতনের বৃত্তে আটকে রয়েছে দেশের পুঁজিবাজার। বিনিয়োগকারীদের আস্থা সংকটে পুঁজিবাজারে এভাবে পতন হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ দিন যতই যাচ্ছে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সংকট ততই বেড়েছে। ফলে পুঁজিবাজারের প্রতি অনাহী হয়ে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। আর টানা দরপতনে অভিবাভকহীন শুন্য পুঁজিবাজার। কারণ পুঁজিবাজারে টানা পতন ঠেকাতে ব্যর্থ হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এদিকে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক কমেছে আজ পৌনে ৫৯ পয়েন্ট। সূচকের এমন পতনের নেপথ্য ছিলো ১০ কোম্পানির শেয়ার। লঙ্কবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রেনাটা, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, খান ব্রাদার্স, কোহিনুর কেমিক্যালস, বেস্ট হোল্ডিংস এবং প্রিমিয়ার ব্যাংক পিএলসি। কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে ডিএসইর সূচক কমেছে প্রায় ২৯ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক পতনের নেপথ্যে শীর্ষ কোম্পানি ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ টাকা ৬০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৫.৬৬ পয়েন্ট। এদিন ডিএসইর সূচক পতনের দ্বিতীয় কোম্পানি ছিল রেনাটা। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৯ টাকা ৭০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৫.০৭ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের পতন ঘটিয়েছে ব্রাক ব্যাংক ৩.৯৫ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ৩.৪৫ পয়েন্ট, বিকন ফার্মা ৩.০০ পয়েন্ট, লাফার্জহোলসিম বাংলাদেশ ২.১১ পয়েন্ট, খান ব্রাদার্স ১.৭৭ পয়েন্ট, কোহিনুর কেমিক্যালস ১.৬৮ পয়েন্ট, বেস্ট হোল্ডিংস ১.১৮ পয়েন্ট এবং প্রিমিয়ার ব্যাংক পিএলসি ১.১১ পয়েন্ট।