শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪১ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি পাঁচটির মধ্যে রয়েছে: ইস্টার্ন ব্যাংক, এসিআই লিমিটেড, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, নর্দান ইন্সুরেন্স এবং বিচ হ্যাচারি লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের। এদিন ব্যাংকটির ৭ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ এসিআই লিমিটেডের ৪ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য তিনটি কোম্পানির মধ্যে: রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৪ কোটি ১০ লাখ ২৯ হাজার টাকা, নর্দান ইন্সুরেন্সের ৪ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা এবং বিচ হ্যাচারি লিমিটেডের ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।