টানা ৮ কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: টানা আট কার্যদিবস দরপতনের পর উত্থানে ফিরলো পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক বেড়েছে ৫৮ পয়েন্ট। তবে ডিএসইতে সূচকের বড় উত্থান হলেও লেনদেন কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের সাথে বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৮.৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৯.১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩০৫টি কোম্পানির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির। ডিএসইতে এদিন ৪২২ কোটি ৮৩ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৮২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪০.৫৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৯৪ পয়েন্টে, শরিয়া সূচক ৪.১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৭৭.০৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন, সিএসইতে ২০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩৩টি কোম্পানির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ১৬টির। দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।