শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ৫৩ পয়েন্ট। সূচকের এমন উত্থানের নেপথ্যে ছিল ৯ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূচক উত্থানের নেপথ্যে থাকা কোম্পানিগুলো হলো: স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, জিপিএইচ ইস্পাত, বিকন ফার্মা, বিএসসি, বিএসআরএম স্টিল, পাওয়ার গ্রীড ও খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ।

কোম্পানিগুলোর মধ্যে ডিএসইর সূচক উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির আজ শেয়ারদর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা। যার ফলে কোম্পানিটি আজ ডিএসইর সূচক বৃদ্ধি করেছে ৭.৪১ পয়েন্ট।

এরপর ডিএসই সূচক উত্থানে দ্বিতীয় ভূমিকা পালন করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির আজ শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা। যার ফলে কোম্পানিটি আজ ডিএসইর সূচক বৃদ্ধিতে অবদান রেখেছে ৫.৭৬ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচক বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংক অবদান রেখেছে ৩.৬৯ পয়েন্ট, জিপিএইচ ইস্পাত ৩,২৩ পয়েন্ট, বিকন ফার্মা ৩.০৯ পয়েন্ট, বিএসসি ৩.০৮ পয়েন্ট, বিএসআরএম স্টিল ২.৮৩ পয়েন্ট, পাওয়ার গ্রীড ২.৩৬ পয়েন্ট ও খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ ২.৩০ পয়েন্ট।