শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। কোম্পানি তিনটির মুনাফায় ভাটা পড়েছে। কোম্পানি গুলো হলো: মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড এবং প্রগতি ইন্সুরেন্স লিমিটেড।

মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড: মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২৪ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ৪৭ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৪২পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স: ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৫৯ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানির ইপিএস হয়েছিল ৮৮ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৯০ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৬৫ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫১ টাকা ৪৫ পয়সা।

এবি ব্যাংক লিমিটেড: এবি ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১৩ পয়সা। গত বছরও একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১৩ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ৫২ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৪৫ পয়সা।

প্রগতি ইন্সুরেন্স লিমিটেড: প্রগতি ইন্সুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ০১ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ৬৩ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৬৯ পয়সা।