শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত হিমাদ্রি লিমিটেড ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৭১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৭০০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৩৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮২২ টাকা ৭৪ পয়সা। আগামী ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।

উল্লেখ্য, পুঁজিবাজারে বর্তমানে সবচেয়ে দামি শেয়ার হিমাদ্রি লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮ হাজার ২১২ টাকা দরে লেনদেন হয়েছে।