শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর সপ্তাহটিতে পাঁচ হাজার কোটি টাকা বাজার মূলধন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা।

আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি ০৭ লাখ ৯৫ হাজার ৪৯৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন চার হাজার ৯৪৬ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬২৬ টাকা বেড়েছে। সপ্তাহটিতে ডিএসইতে টাকার পরিমাণে লেনেদেন হয়েছে দুই হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকায়। আগের সপ্তাহের ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ১৫ কোটি ০৪ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪৮৭ কোটি ৭৫ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ৩৬৩ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুইহাজার ১৪০ পয়েন্টে। সপ্তাহটিতে ডিএসইতে ৩৭৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ৫৪টির এবং ২২৮টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২২ পয়েন্ট এবং সিএসআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১০ পয়েন্টে এবং একহাজার ১৬৮ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৬৩ পয়েন্টে এবং একহাজার ৩০৭ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৬৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৩০৫ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৪ কোটি ৭১ লাখ ৩২ হাজার ৬১৪ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১০ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৯১৯ টাকা। সপ্তাহটিতে সিএসইতে ২৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৭০টির , দর কমেছে ৫০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১৮টি কোম্পানির।