শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ফলে একদিনে ফু-ওয়াং ফুড লিমিটেডের অর্ধশত কোটি টাকার বেশি মূল্যের শেয়ার হাতবদল হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৩৭ লাখ ৫৪ হাজার ৭৬৩টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৫০ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার টাকা। সর্বোচ্চ শেয়ার হাতবদল হওয়ায় কোম্পানিটি আজও ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের আজ ২৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকার।

সিভিও পেট্রো কেমিক্যালের আজ ২২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইউনিক হোটেলের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ১৯ কোটি ২০ লাখ টাকা। ইস্টার্ন হাউজিংয়ের এদিন ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়াও মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে উঠে এসেছে।