শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের । মুলত ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড অতালিকাভুক্ত তিন কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার অনুমোদন পেল। ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের পরিচালনা পর্ষদ একীভূতকরণের অনুমোদন দিয়েছে। এমন খবরে কোম্পানিটির প্রতি আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের।

কোম্পানিগুলো হলো: এম হাই অ্যান্ড কোং. সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সনস লিমিটেড এবং গুড সিএনজি রি-ফুয়েলিং স্টেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৭৬ বারে ৪৪ লাখ ৮৭ হাজার ৩১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ২৫ লাখ টাকা।