শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। আর ডিএসইতে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিভিও পেট্রোকেমিক্যাল কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৯৬ বারে ৫ লাখ ৬৯ হাজার ৭৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ টাকা। এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯২৭ বারে ৭ লাখ ৭১ হাজার ৯৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭০ লাখ টাকা।

এছাড়া দরবৃদ্ধির তালিকায় ২য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৬ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৪৩০ বারে ৪৮ হাজার ৩৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি ৭২০ বারে ১ লাখ ১০ হাজার ৮৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৫ কোটি টাকা।