শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। অস্বাভাবিকভাবে শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে চিঠি দেয় ডিএসই ও সিএসই। জবাবে কোম্পানিটি (০৯ ও ১০ জুলাই) জানিয়েছে কোন কারণ ছাড়াই কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পাচ্ছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৬ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর বাড়ছে।

ডিএসইতে গত ০২ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ২৩ টাকা ৫০ পয়সা। ০৯ জুলাই যা বেড়ে ৩৫ টাকা ২০ পয়সায় লেনদেন হতে দেখা গেছে। মাত্র পাঁচ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ টাকা ৭০ পয়সা বা ৫০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ টাকা ১০ পয়সায়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ। সেই কারণে প্রতিষ্ঠানটি সতর্কাবার্তা জারি করেছে।