শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মা লিমিটেড। আর দরপতনের শীর্ষে অবস্থান করেছে ব্যাংক খাতের আল আরাফাহ ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নাভানা ফার্মা লিমিটেড কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৭১৪ বারে ৩৬ লাখ ৪৭ হাজার ৫২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ কোটি ২০ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৭৫৮ বারে ৭ কোটি ৮৩ হাজার ৭৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ২৬ লাখ টাকা।।

তালিকার ৩য় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ০২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২১৬ বারে ৬০ লাখ ৫৮ হাজার ৬৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪১ লাখ টাকা। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৭ বারে ৮৮ হাজার ৯০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে দেশ ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৫ শতাংশ কমেছে।

কোম্পানিটি ১ হাজার ৯৪১ বারে ৬ লাখ ৯ হাজার ৪৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১১ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬ হাজার ১৭২ বারে ২৬ লাখ ৪৭ হাজার ৯২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৪ শতাংশ, নর্দান জুটের ৪.৫০ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৩৬ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪.৩০ শতাংশ, ন্যাশনাল টির ৪.০৪ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ৩.৯১ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৮৮ শতাংশ শেয়ার দর কমেছে।