শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন হয়েছে। এছাড়া নতুন (২০২৩-২৪) অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার আগের দিন মিউচুয়াল ফান্ডের ক্রয় বিক্রয় বেড়েছে। শেয়ার বিক্রির চাপে এদিন দাম বাড়ার তুলনায় অধিকাংশ শেয়ারের দাম কমায় সূচক পতন হয়েছে। তবে আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট। এর ফলে মঙ্গলবার উত্থানের পর বুধবার পুঁজিবাজারে সূচক পতন হলো। বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন আইটি খাতের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে বিমা, ওষুধ ও রসায়ন এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমেছে।

ডিএসইর তথ্য মতে, ডিএসইতে ১ হাজার ১৯৮ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এই ধরনের লেনদেন গত ২০৩ দিন বা ১৩৭ কার্যদিবস মধ্যে সেরা লেনদেন হিসেবে বিবেচ্য হয়েছে। এর আগে গত বছরের ৮ নভেম্বর লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকা। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৭১৯ কোটি টাকা। আগেরদিন মঙ্গলবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭৩ হাজার ৯২৮ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২০৯ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৪টি এবং কমেছে ১১৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮২টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৯ দশমিক ৭৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ দশমিক শূন্য ২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১ হাজার ৩৭৬ দশমিক ৯৯ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৩ লাখ টাকা শেয়ার। আগেরদিন মঙ্গলবার ১৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৮ হাজার ৬৯৯ কোটি টাকা। আগেরদিন মঙ্গলবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৮ হাজার ৮৫০ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৫১ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টি, কমেছে ৭৩টি এবং পরিবর্তন হয়নি ৯৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১৪ দশমিক ৫২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট এবং সিএসসিএক্স ২ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৬১ পয়েন্টে এবং ১১ হাজার ১৯৫ দশমিক ৯৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫ দশমিক শূন্য ৯ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪১১ দশমিক ২৫ পয়েন্টে এবং ১ হাজার ১৭৫ পয়েন্টে।