শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি খাতে অবদান রাখায় জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে ৭১টি প্রতিষ্ঠান। রোববার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফির জন্য স্বর্ণপদক অর্জন করেছেন নিয়ালকো এলয়েস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মেরিন সেফটি সিস্টেমস।

এবার এর পক্ষ থেকে পদক গ্রহণ করেছেন, মেরিন সেফটি সিস্টেমসের ব্যবস্থাপনা অংশীদার এবং নিয়ালকো এলয়েস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। উল্লেখ্য এই পর্যন্ত উক্ত প্রতিষ্ঠান সাতবার স্বর্ণপদক ও দুইবার সিলভার পদক অর্জন করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।