শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আর সর্বোচ্চ দরপতন হয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৩৭ বারে ৩ লাখ ৮৭ হাজার ৫৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২১ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪৯৫ বারে ৩ লাখ ৫৩হাজার ৮৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সোনার বাংলা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০৩ বারে ৮ লাখ ৮১ হাজার ৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৩ লাখ টাকা।

অন্যদিকে ডিএসইতে দরপতনের শীষে জেএম আই হসপিটাল কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৭ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ২৭ শতাংশ। ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির ৬ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর কমেছে। আর নাভানা ফার্মার ৬ দশমিক ৩৫ শতাংশ দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে।