শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আর দরপতনের শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৯৮৩ বারে ৩১ লাখ ৭৮ হাজার ১৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ৭ টাকা। দরবৃদ্ধির তালিকায় ২য় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬দশমিক ৫৯ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ১০৪ বারে ৬ লাখ ৪২ হাজার ২৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৯ লাখ টাকা।

এছাড়া দরবৃদ্ধির তালিকার ৩য় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৯৫ বারে ৩৬ লাখ ২৮ হাজার ৫১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯ লাখ টাকা।
অন্যদিকে দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন লিমিটেড কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭ হাজার ৬২৫ বারে ৪ লাখ ৯৩ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৮৪ লাখ টাকা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৮৩ বারে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৮ লাখ টাকা।

দরপতনের তালিকায় তৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৯২ বারে ১ লাখ ২৭ হাজার ১৫৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৮ লাখ টাকা।