শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক তেমন না বাড়লেও লেনদেন ছাড়ালো ৫০০ শত কোটির বেশি। এটা পুঁজিবাজারের জন্য ইতিবাচক খবর বলে মনে করছেন বিনিয়োগকারীরা। দীর্ঘদিন পর লেনদেন বাড়া পুঁজিবাজারের ইতিবাচক দিক। এছাড়া গত দুই দিনের বাজার পরিস্থিতি দেখে লেনদেন বাড়ার পুর্বাভাস বলে মনে করছেন বিশ্লেষকরা।

মুলত পুঁজিবাজারে চলমান সংকট থেকে উত্তেরণের লক্ষ্যে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালসদের (বড় বিনিয়োগকারীরা) বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে। মুলত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডাকে বড় বিনিয়োগকারীরা সাড়া দিচ্ছেন বলে বাজারে গুঞ্জন রয়েছে।

মুলত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪ কর্মদিবস পর মঙ্গলবার লেনদেন ৪০০ কোটির ঘর অতিক্রম করে। বুধবার সেটি আরও বেড়ে ৫০০ কোটির ঘর ছাড়াল ১৯ কর্মদিবস পর। পরপর দুই দিনে প্রায় ২০০ কোটি টাকার মতো লেনদেন বৃদ্ধি পুঁজিবাজারের হতাশা কাটার ইঙ্গিত দিচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে ফিরছেন বড় বিনিয়োগকারীরা। লেনদেনে তারই পুর্বাভাস দেখা গেছে। সাইডলাইনে থাকা বড় বিনিয়োগকারীরা দীর্ঘদিন পর বাজারে ফিরছেন। ফলে বড় বিনিয়োগকারীরা পুরোপুরি বাজারমুখী হলে লেনদেন বাড়বে বলে তারা মনে করেন।

বিডিবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাছুম সাঈদ বলেন, বর্তমান পুঁজিবাজারে বিনিয়োগের উত্তম সময়। এ সময় বিনিয়োগকারীরা বুঝে শুনে বিনিয়োগ করলে লোকসান হওয়ার সম্ভাবনা কম।

তিনি আরো বলেন, বুধবারের বাজার স্বাভাবিক আচরনের লক্ষণ। বাজার এরকম টানা কয়েক কার্যদিবস থাকলে সাইডলাইনে বিনিয়োগকারীরা বাজারমুখী হবে। এছাড়া সাইডলাইনের কিছু বিনিয়োগকারী বাজারমুখী হতে শুরু করছেন। ফলে লেনদেন বেড়েছে। তাছাড়া ক্যাশ ফ্লো এলে যে কোনো জায়গা থেকে মার্কেট ঘুরে দাঁড়াতে পারে। সেরকম কিছু একটা হচ্ছে মনে হয়।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.২৪ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২০৯.৫২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৪৫ পয়েন্ট বা ০.০৩ শতাংশ এবং ডিএসই ৩০ সূচক ১.১৮ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৭.৬৯ পয়েন্টে এবং ২১৯৮.৭৬ পয়েন্টে। ডিএসইতে আজ ৫৩২ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৯ কোটি ৯০ লাখ টাকা বেশি।

এর আগে মঙ্গলবার ১২৭ কোটি ৮৩ লাখ টাকা বেড়ে লেনদেন হয়েছিল ৪৬২ কোটি ৫২ লাখ টাকার। ডিএসইতে আজ ৩৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির বা ১১.৯৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৭টির বা ৩৮.০২ শতাংশের এবং ১৬৭টির বা ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯.৭০ পয়েন্ট বা ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮৩২৭.৭৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, কমেছে ৪৮টির আর ৬০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।