শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আর দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটির দর ৬ টাকা ৬০ পয়সা বা ৪.৯০ পয়সা কমেছে। সোমবার কোম্পানিটি সর্বশেষ ১২৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিন কোম্পানিটি ২ হাজার ৪৫ বারে ৬ লাখ ৮৪ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৬ লাখ টাকা। পপুলার লাইফ লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ২.৭১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

অন্যদিকে জেমিনি সী ফুড লিমিটেড কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪০০ বারে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ইজেনারেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ০৬ শতাংশ। কোম্পানিটি ৮৭১ বারে ৩ লাখ ৩৯ হাজার ৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৪১৩ বারে ৩৬ লাখ ৩৭ হাজার ৫২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৫৩ লাখ টাকা।