শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেনে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। মুন্নু সিরামিক ৪ হাজার ৩০০ বারে ১৭ লাখ ৮৬ হাজার ২৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৬৪ লাখ টাকা। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আর দরপতনের শীর্ষে উঠেছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। মঙ্গলবার শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ৪.৭৮ শতাংশ কমেছে।এদিন ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন সর্বশেষ ৪৩ টাকা ৮০ পয়সা দরে ৩ হাজার ৫৮০ বারে ৫৪ লাখ ৮০ হাজার ৮৩১টি শেয়ার লেনদেন করেছে।

দরবৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৯.৪২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির ৩৬ টাকা ৯০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে।

অন্যদিকে দরপতনে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৭ টাকা ৮০ পয়সা বা ৩.৪৬ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সোনালী আঁশ লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১৭ টাকা ৭০ পয়সা বা ৩.৪৫ শতাংশ কমেছে। শেয়ারটি ৪৯৫ টাকা ৪ পয়সা দরে লেনদেন হয়।