ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে আমরা নেটওয়ার্ক, দরপতনে ওরিয়ন ইনফিউশন
প্রকাশিত: ০৭:০৯ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২২, রবিবার

শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে আমরা নেটওয়ার্ক লিমিটেড। জানা গেছে, আগের কার্যদিবসে আমরা নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আমরা নেটওয়ার্ক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এর দরপতনের শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন। জানা গেছে, আগের কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৬২.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬১২.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪৯.৬০ টাকা বা ৭.৪৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফের ৯.৯২ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৬৩ শতাংশ, বিডিকমের ৭.৪০ শতাংশ, বিকন ফার্মার ৬.৯৯ শতাংশ, নাভানা ফার্মার ৫.৮৩ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৪.১০ শতাংশ, সিনোবাংলার ৩.৩৮ শতাংশ, জেমিনি সী ফুডের ২.৪৯ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসোরের শেয়ার দর ২.৪১ শতাংশ বেড়েছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মার ৬.০১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.২১ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪.৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪.৬৮ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৪.৬৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩.৪৪ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩.৪০ শতাংশ, এএফসি এগ্রোর ৩.২৭ শতাংশ এবং সানলাইফের শেয়ার দর ৩.২৫ শতাংশ কমেছে।