শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আমরা টেকনোলজি লিমিটেড। আর দরপতনের শীর্ষে অবস্থান করছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ।

এর মধ্যে আমরা টেকনোলজি লিমিটেডের শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৯৮৮ বারে ৬০ লাখ ৮৪ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন করে। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ১.৭৭ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৮৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৯৬২ বারে ১৪ লাখ ৬ হাজার ৯৬৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৮৩ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দরপতনে তালিকায় হাওয়া ওয়েল টেক্সটাইল লিমিটেড লুজার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪ পয়সা বা ৮৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ টাকা ৪৫ টাকা দরে লেনদেন হয়।