শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি পেনিনসুলা চিটাগাং সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশে হতাশ বিনিয়োগকারীরা। কোম্পানিটি গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মুলত কোম্পানিটি প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখিয়েছিল ৭২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৬ পয়সা। আগের বছরের চেয়ে মুনাফায় বড় লাভ থাকায় বিনিয়োগকারীরা আশা করেছিলেন, এ বছর কোম্পানিটি ভালো মুনাফায় থাকবে এবং বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশও দিবে।

কিন্তু বিনিয়োগকারীদের সে আশায় গুড়েবালি। কোম্পানিটি তিন প্রান্তিকে ভালো মুনাফা দেখালেও শেষ প্রান্তিকে লোকসান দেখিয়েছে। ফলে বছরশেষে কোম্পানিটির ইপিএস এসেছে ১৯ পয়সা। ফলে কোম্পানিটি এবার গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগের দুই বছর কোম্পানিটি ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিলেও এবার ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ২০১৪ সালে তালিকাভুক্ত হওয়ার পর পেনিনসুলা কখনো এবারের মতো এত কম লভ্যাংশ দেয়নি।

গত ২৮ জুলাই ফ্লোর প্রাইস আরোপের দিন কোম্পানিটির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় দেড় গুণের বেশি মুনাফার তথ্য জানানোর পর ভালো লভ্যাংশের আশায় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দাম বেড়ে ৪৪ টাকা ৯০ পয়সায় ওঠে যায়। এরপর আবার কমতে কমতে ১১ অক্টোবর দাম ৩০ টাকায় নেমে আসে।

গত সপ্তাহের শেষদিকে টানা দুই দিন সর্বোচ্চ পরিমাণে বেড়ে দর ৩৬ টাকা ৩০ পয়সায় ওঠে যাওয়ার পর আবার দাম হারিয়ে আজ সোমবার ৩২ টাকা ৯০ পয়সায় নেমে আসে। কোম্পানিটির লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা বা এজিএম ডাকা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।