শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আলোচ্য সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডি মনোস্পুল পেপার লিমিটেড। আর সপ্তাহজুড়ে দরপতনে শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আলোচ্য সময়ে বিডি মনোস্পুল পেপার লিমিটেড শেয়ারটির দর ৩৫.০৩ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। শেষ সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৫২ লাখ ৩৭ হাজার টাকা।

আলোচ্য সময়ে দরপতনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দর কমেছে ১১.৩৪ শতাংশ। তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৮৬ কোটি ১০ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকা। এছাড়া দরপতনে বিকন ফার্মাসিটিক্যালস তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৫৩ শতাংশ।

এছাড়া আলোচ্য সময়ে দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩০ দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩০ কোটি ৫৭ লাখ ১৯ হাজার টাকা।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ২২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০৮ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা।