শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটার (Pro-rata) ভিত্তিতে বরাদ্দ প্রদানের অংশ হিসেবে চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর শেয়ার বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, সিআরও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএফও এ জি এম সাত্বিক আহমেদ শাহ, চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর সিইও এস এম জিয়াউল হকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মোঃ রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মোঃ আবদুল কাদের খন্দকার প্রো-রাটার ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ২২.৩৫ গুন বেশি আবেদন জমা পড়ে। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৩০ টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৮৯ টি শেয়ার বরাদ্দ পায়।