শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্দোবাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইন্দোবাংলা ফার্মার কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৮৮ বারে ৮৯ লাখ ৭৩ হাজার ৪১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮৯ লাখ টাকা। অন্যদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

জানা গেছে, কপারটেক ইন্ডাস্ট্রিজ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯২৪ বারে ৩৪ লাখ ৯৫ হাজার ৯০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ১৯ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকায় ২য় স্থানে থাকা নাভানা সিএনজির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৯১৯ বারে ২০ লাখ ৪৫ হাজার ৩৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৮ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকার ৩য় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৮৮ বারে ১৭ লাখ ৮৭ হাজার ৫৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ১১ লাখ টাকা।

অন্যদিকে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে পেনিনসুলা হোটেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৩৩ বারে ১৬ লাখ ৭৩ হাজার ৮৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৫ লাখ টাকা।