শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৭০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৭৪৭ বারে ২ লাখ ৪৭ হাজার ৪৪৩টি শেয়ার লেনদেন করে।

আর ডিএসইতে দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকস লিমিটেড। কেয়া কসমেটিকসের শেয়ারটির দর ৫০ পয়সা বা ৬.০২ শতাংশ কমেছে। মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৬০৬ বারে ১ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৪৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২৮ টাকা ১০ পয়সা বা ৮.৭২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৫০ টাকা ৩০ পয়সা লেনদেন হয়। দরবৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল পেপার লিমিটেড। আজ কোম্পানিটির ১২ টাকা ৫০ পয়সা বা ৫.২৪ শতাংশ বেড়েছে।

দরপতনের লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। দরপতনে বিডি ওয়েল্ডিং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৪.৪৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ২৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।