শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, আর দরপতনের শীর্ষে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫২৯ বারে ৭৫ লাখ ৪৭ হাজার ৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ১৫ লাখ টাকা। অন্যদিকে এডিএন টেলিকম লিমিটেড কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২২৩ বারে ১৬ লাখ ৩ হাজার ৯৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা দরবৃদ্ধির ২য় স্থানে থাকা লুব-রেফের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৮৭৬ বারে ৩১ লাখ ৬৩ হাজার ৯৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৮০লাখ টাকা। তালিকায় থাকা দরবৃদ্ধির ৩য় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৯০ বারে ১ লাখ ৪৫ হাজার ৩৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় থাকা দরপতনের দ্বিতীয় স্থানে বসুন্ধরা পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৮৩৬ বারে ২২ লাখ ৫৫ হাজার ৮৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৪৬ লাখ টাকা। তালিকায় থাকা দরপতনের তৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫০০ বারে ৫ লাখ ২৬ হাজার ৭১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ২৬ লাখ টাকা।