শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড।আর শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে বিডিকম অনলাইন লিমিটেড কোম্পানির দর বেড়েছে ৫২ দশমিক ৬২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬২ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার টাকা।

গত  সপ্তাহে সোনারগাঁও টেক্সটাইলের  কোম্পানির দর কমেছে ১৮ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৭১ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্লের শেয়ার দর বেড়েছে ৪৬ দশমিক ৪৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮৩ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর বেড়েছে ৩১ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২৪ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৮ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আজিজ পাইপসের ৩০.৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ২৮.৭৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৪.৭৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২৩.৫২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২৩.১৫ শতাংশ, বিডি থাই ফুডের ২১.৬৫ শতাংশ এবং এডিএন টেলিকমের শেয়ার দর ১৯.৪১ শতাংশ বেড়েছে।