শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের বিশাল পতন হয়েছে। গত দুই কার্যদিবসের ন্যায় আজও ডিএসএমইএক্স সূচক ১০৬ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ কমেছে। এদিন সূচক কমলেও বেড়েছ টাকার অংকে লেনদেনের পরিমান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।

আজ এসএমইতে ১০ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১ কোটি ৭৫ লাখ ৬২ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ৮ কোটি ২৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ১০৬ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৬২৩ পয়েন্টে। আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানিরই শেয়ার দর কমেছে।