শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে দিনভর সূচকের উত্থান থাকলেও দিনশেষে শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন হয়েছে। তবে শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন নাকি সংশোধন এ নিয়ে বিনিয়োগকারীদের মাঝে দেখা দিয়েছে নানা উৎকন্ঠা। তবে টানা চার কার্যদিবস পর সূচকের কিছুটা দরপতন হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

কারণ বাজার একটানা উঠা যেমন স্থিতিশীল বাজারের লক্ষণ নয়, তেমনি একটানা দরপতন ও সুষ্ঠু ভাবে লক্ষণ নয়। কাজেই উত্থানের মাঝে মাঝে মধ্যে কারেকশন হলে সেটা স্থায়ী এবং স্থিতিশীল হয়। তাই মাঝে মধ্যে সূচকের কিছুটা দরপতন হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ২১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৬ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম। তবে প্রকৌশল, বস্ত্র, ব্যাংক-বিমা এবং আর্থিক খাতসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমায় এদিন দরপতন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে একটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ওষুধ খাতের ৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ২০টির, আর অপরিবর্তিত রয়েছে ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। একইভাবে ব্যাংক-বিমাসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে। তাতেই পুঁজিবাজারে দরপতন হয়েছে।

তথ্য মতে, রোববার ডিএসইতে ২৭ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৫২টি শেয়ার কেনাবেচা হয়েছে, যার মূল্য ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৫ টির বা ১২.০৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২১৯টির বা ৫৮.৭২ শতাংশের এবং ১০৯টির বা ২৯.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৪৯.০৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির দর বেড়েছে, কমেছে ১৬০টির আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ৪১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।