শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৮৭ বারে ৫২ লাখ ৭০ হাজার ৩৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৪৬ বারে ২৩ লাখ ৩২ হাজার ৩৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৪৮ বারে ১ লাখ ৪ হাজার ৩৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫.৬১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৭ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২.৮১ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাইজিংয়ের ২.৬৫ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ২.৬৪ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ২.৫৯ শতাংশ কমেছে।