শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিপন্ন মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিলো দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি  সাইফ পাওয়ারটেক লিমিটেড।সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে ১ হাজার পরিবারে শুকনো খাবার, ওরস্যালাইন, মোমবাতি, শিশুখাদ্য (দুধ পাউডার) ইত্যাদি হস্তান্তর করা হয়েছে।

সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর (অব.) ফারুখ আহমেদ খান এসব সামগ্রী তুলে দেন সিলেটে বন্যায় উদ্ধার ও পুনর্বাসনকারী সেনা প্রশাসনের হাতে। উদ্ধারকাজে নিয়োজিত সেনা প্রশাসন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সাইফ পাওয়ারটেকের প্রশংসা করেন।

কিছু দিন আগে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধ আহতদের পাশে দাঁড়িয়েছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। দুর্যোগে সবসময় সাইফ পাওয়ারটেক মানবতার হাত বাড়িয়ে দেয়।