শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট গ্রুপের দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। এর মধ্যে আরামিট সিমেন্ট মুনাফা থেকে বড় ধরনের লোকসানের মুখে। অন্যদিকে আরামিট লিমিটেডের তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে।

আরামিট লিমিটেড : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০১ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ০৩ পয়সা। এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২২ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭৩ টাকা ১৮ পয়সা।

আরামিট সিমেন্ট লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৮ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ৫৭ পয়সা।