শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট। এর মধ্যে তালিকাভুক্ত ২ মেগা কোম্পানিই সূচক টেনে ধরেছে ২৬ পয়েন্টের বেশি। কোম্পনি ২টি হলো- রবি আজিয়াটা ও ওয়ালটন হাইটেক। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ রবি আজিয়াটা সবচেয়ে বেশি সূচককে টেনে ধরেছে। আজ ডিএসইর সূচক টেনে ধরার ক্ষেত্রে কোম্পানিটির অবদান ছিলো ১৬.৩৭ পয়েন্ট। অর্থাৎ আজ কোম্পানিটির দর কমেছে ২.৬৮ শতাংশ। এতেই ডিএসইর সূচক কমেছে ১৬.৩৭ পয়েন্ট।

ডিএসইর সূচক টেনে নামানোর দ্বিতীয় কোম্পানি হলো ওয়ালটন হাইটেক। কোম্পানিটির শেয়ার দর কমেছে আজ ০.৯১ শতাংশ। এতেই আজ ডিএসইর সূচক কমেছে ১০.১০ পয়েন্ট। এই দুই মেগা কোম্পানির অবদানে আজ ডিএসইর ডিএসই প্রধান সূচক কমেছে ২৬ পয়েন্টের বেশি।

এছাড়াও, সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর কমার কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে ৩.০৭ পয়েন্ট, পাওয়ার গ্রিডের দর কমায় ১.৮৬ পয়েন্ট, এনআরবিসি ব্যাংকের দর কমার কারণে ১.৭৩ পয়েন্ট, সামিট পাওয়ারের কারণে ১.৬৭ পয়েন্ট, ডেসকোর কারণে ১.৬৬ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংকের কারণে ১.৬০ পয়েন্ট, অলিম্পিকের কারণে ১.২৫ পয়েন্ট এবং ইউনাইটেড পাওয়ারের শেয়ার দর কমার কারণে ১.২১ পয়েন্ট কমেছে।