শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য এবং আনুষাঙ্গিক খাতের ছয় কোম্পানির শেয়ার দর অবস্থান করছে সম্পদ মূল্যের চার গুণের বেশি। ছয় কোম্পানির মধ্যে রয়েছে: জেমিনি সি ফুড, রহিমা ফুড, ইউনিলিভার কনজুমার লিমিটেড, বঙ্গজ লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ছয় কোম্পানির মধ্যে জেমিনি সি ফুড লিমিটেডের কোন সম্পদ নেই। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য লোকসান ৬ টাকা ০১ পয়সা। কিন্তু কোম্পানিটির কোন সম্পদ না থাকলেও শেয়ার দর অবস্থান করছে ২১৩ টাকা ২০ পয়সায়। কোম্পানিটি লোকসানে রয়েছে বলে এর পিই রেশিও নেগেটিভ।

সম্পদ মূল্যের চেয়ে ৩৪.৩৯ গুণ বেশি দরে শেয়ার লেনদেন হচ্ছে রহিমা ফুডের। কোম্পানিরি শেয়ারপ্রতি সম্পদমূল্য ৯ টাকা ৬৩ পয়সা এবং শেয়ার দর ৩৩১ টাকা ২০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৪১৪০ পয়েন্টে।

ইউনিলিভার কনজুমার লিমিটেডের শেয়ারপ্রতি সম্পদমূল্য ৯৭ টাকা ৬৭ পয়সা এবং শেয়ার দর ২৮৯৬ টাকা। অর্থাৎ কোম্পানিটির সম্পদমূল্যের তুলনায় শেয়ার দর ২৯.৬৫ গুন বেশি। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৭৭.৮৯ পয়েন্টে।

বঙ্গজের শেয়ারপ্রতি সম্পদমূল্য ২১ টাকা ৪০ পয়সা এবং শেয়ার দর ১৩২ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির সম্পদমূল্যের তুলনায় শেয়ার দর ৬.২১ গুন বেশি। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৯০৬.১৪ পয়েন্টে।

ফাইন ফুডসের শেয়ারপ্রতি সম্পদমূল্য ১০ টাকা ৫৫ পয়সা এবং শেয়ার দর ৫৫ টাকা ৫০ পয়সা। কোম্পানিটির সম্পদমূল্যের তুলনায় শেয়ার দর ৫.২৮ গুন বেশি। লোকসানের কারণে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ।

ন্যাশনাল টি কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য ৮৪ টাকা ৩৪ পয়সা এবং শেয়ার দর ৫১৬ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির সম্পদমূল্যের তুলনায় শেয়ার দর ৬.১২ গুন বেশি। লোকসানের কারণে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি সম্পদমূল্য ৪৩ টাকা ৯৮ পয়সা এবং শেয়ার দর ১৭৬ টাকা ২০ পয়সা। কোম্পানিটির সম্পদমূল্যের তুলনায় শেয়ার দর ৪ গুন বেশি। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৬.৬০ পয়েন্টে।