শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে লেনদেনে আসার অপেক্ষায় থাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা।

অন্যদিকে, প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪ টাকা ৭৪ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯০ পয়সা।

৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ০৭ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।