শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের সামান্য উত্থানে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৪ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ১০ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণে বাজার বড় পতন থেকে রক্ষা পেয়েছে। কোম্পানিগুলো হলো-বিএটিবিসি, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, মবিল যমুনা, কেয়া কসমেটিক্স, বিবিএস কেবলস, এমআই সিমেন্ট, গ্লাক্সোস্মিথ, এবি ব্যাংক ও বিডি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানি ১০টির দর বৃদ্ধির কারণে আজ ডিএসই প্রধান সূচকে যোগ হয়েছে প্রায় ৬৬ পয়েন্ট।

কোম্পানিগুলোর মধ্যে বিএটিবিসির দর বেড়েছে ৩.৩০ শতাংশ, ইসলামী ব্যাংকের ২.৬৭ শতাংশ, সিটি ব্যাংকের ৬.৬৯ শতাংশ, মবিল যমুনার ৩.১৫ শতাংশ, কেয়া কসমেটিক্সের ৮.০৬ শতাংশ, বিবিএস কেবলসের ৫.২৪ শতাংশ, এমআই সিমেন্টের ৫.০৪ শতাংশ, গ্লাক্সোস্মিথের ১.৯১ শতাংশ, এবি ব্যাংকের ৩.৭৭ শতাংশ ও বিডি ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ। কোম্পানিগুলোর দর যদি না বাড়তো তাহলে আজ ডিএসইর প্রধান সূচক কমতো ৬৬ পয়েন্ট।

আজ ডিএসইর সূচকে যোগ করেছে বিএটিবিসি ৩২.৫০, ইসলামী ব্যাংক ৮.০২, সিটি ব্যাংক ৬.৩৩, মবিল যমুনা ৪.১৪, কেয়া কসমেটিক্স ৩.৭৪, বিবিএস কেবলস ৩.২৬, এমআই সিমেন্ট ২.৯৬, গ্লাক্সোস্মিথ ২.৮২, এবি ব্যাংক ২.৩৬ ও বিডি ফাইন্যান্স ২.০৯ পয়েন্ট।